Wednesday, December 10, 2014

ফেলবেন না ভাতের মাড়

প্রাচীন চীনা চিকিৎসায় ভাতের মাড় সুস্থ ত্বক, চকচকে চুল এবং দেহের শক্তির জন্য ব্যবহৃত হতো।
ভাতের মাড়ের রয়েছে অনেক গুণাগুণ। নিচে দেওয়া হলো এর কিছু।
* ভাতের মাড় দেহে শক্তি যোগায় এবং কার্বোহাইড্রেটের ঘনত্ব বাড়ায়।
* পাকস্থলী এবং অন্ত্রের প্রদাহ উপশম করে।
* ক্যান্সার রোধ করে।
* রক্তচাপ বাড়ায়
* দেহের তাপমাত্রা বাড়ায়।
* ভাতের মাড় দিয়ে মুখ ধুলে তা ত্বক পরিস্কার করে।
* মুখমন্ডলের ত্বকে ছিদ্র সৃষ্টি রোধ করে।
* ভাতের মাড় দিয়ে নিয়মিত চুল ধুলে তা আপনার চুলকে করবে উজ্জ্বল।

No comments:

Post a Comment