Thursday, January 22, 2015

সুস্থ হার্টের জন্য আশাবাদী হোন /Be optimistic for healthy heart




নতুন এক গবেষণায় দেখা যায় আশাবাদ সুস্থ হার্টের জন্য উপকারীনৈরাশ্যবাদী মানুষের চেয়ে আশাবাদী মানুষের হার্ট দ্বিগুণ সুস্থ থাকে৪৫ থেকে ৮৪ বছর বয়সী ৫০০০ আমেরিকানের উপর এই গবেষণা চালানো হয় এবং গবেষণার ফলাফল দ্য জার্নাল অব হেল্থ বিহেভিয়ার অ্যান্ড পলিসি রিভিউ তে প্রকাশিত হয়
 
বিভিন্ন নির্দেশক যেমন: রক্তচাপ, দেহের ওজন, দৈহিক কর্মকান্ড ইত্যাদির উপর ভিত্তি করে হার্টের সুস্থতা মূল্যায়ন করা হয়গবেষণা থেকে প্রতীয়মান হয় যে, আশাবাদী মানুষ নৈরাশ্যবাদীদের তুলনায় অধিক দৈহিক কর্মকান্ডে যুক্ত থাকেন বলে তাদের হার্ট দ্বিগুণ সুস্থ থাকে
It has been found in a new study that optimism is good for the cardiovascular health. The chances of having a healthy heart are double compared to the pessimists. The study was conducted on 5000 Americans aged 45 to 84 years and the findings of the study were published in the journal of Health Behavior and Policy Review. 

A heart health is evaluated in accordance with different indicators such as blood pressure, weight, physical activity etc. It appears from the study that the optimists have healthy hearts double compared to the pessimists as the optimists do more physical activities than the pessimists.