Monday, December 8, 2014

ফেলনা নয় কমলার খোসা

কমলা একটি জনপ্রিয় এবং সুস্বাদু ফল। এর রয়েছে অনেক গুণ। স্বাস্থ্যপ্রদ এই ফলটির খোসারও রয়েছে অনেক গুণ যা শুনলে আপনি অবাক হবেন।
একটি গ্লাসের জারে কমলার খোসা রেখে তাতে ভিনেগার ঢেলে ঢেকে দিন। কয়েক সপ্তাহ তা ফ্রিজে রাখুন এবং সময়ে সময়ে নাড়–ন। তারপর ছেঁকে ¯েপ্রয়ারযুক্ত বোতলে রাখুন। জানালা এবং ফ্লোর পরিস্কারে ব্যবহার করুন।

জুতার দুর্গন্ধ একটি বিরাট সমস্যা। কিছু কমলার খোসা কাপড়ের টুকরা দিয়ে বেঁধে জুতার মধ্যে রাখুন। দেখবেন কীভাবে শুষে নিয়েছে জুতার উৎকট গন্ধ।

কমলার খোসার রয়েছে মনোরম এবং সতেজ গন্ধ। কমলার খোসা শুকিয়ে একটি কাপড়ে ব্যাগে রেখে দিন। দেখবেন তা আপনার ঘরকে করবে সুবাসিত। ইচ্ছে করলে টয়লেট কিংবা ক্লোসেটে রাখতে পারেন।

No comments:

Post a Comment